রাউজানে গনটিকা কার্যক্রমের ২য় ডোজ চলমান 

0 444

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের পরিচালনায় কোভিড-১৯ প্রতিরোধে ১২ থেকে ১৮বছরের শিক্ষার্থীদের গনটিকার ২য় ডোজ কার্যক্রম চলছে।

গত ১৩ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টা বিকাল ৩টা পর্যন্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার-ভাইজার সজল চন্দ্র চন্দ এর তত্ত্বাবধানে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

এই কার্যক্রমের সার্বক্ষণিক পরিদর্শন করেন রাউজান পৌরসভার নন্দিত মেয়র জমির উদ্দিন পারভেজ।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউছুফ, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ।

২য় ডোজ কার্যক্রমের ১ম দিনে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭হাজার শিক্ষার্থীদের মাঝে ঠিকা প্রদান করা হয়।

উল্লেখ্য যে গত ১৩ জানুয়ারি ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের গনটিকা কার্যক্রমের ১ম ডোজ দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.