দীর্ঘদিন বেতন না পেয়ে নিউজরুমেই প্রাণ দিলেন সাংবাদিক
৫ বছর বেতন না পেয়ে হতাশায় নিজের অফিসের নিউজরুমেই আত্মহত্যা করেছেন ভারতের তামিলনাড়ুর এক সাংবাদিক। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) আত্মহত্যা করেন তিনি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ওই সাংবাদিকের নাম টি কুমার (৫৬)। তিনি ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় (ইউএনআই) ফটো জার্নালিস্ট এবং ইউএনআই’র তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অফিসের নিউজরুমে আত্মহত্যা করার পরদিন তার মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা। এদিকে, বার্তাসংস্থা ইউএনআই’র কর্মীরা অভিযোগ করে বলেন, নিয়মিত বেতন না পাওয়ার কারণে তীব্র আর্থিক সংকটের মধ্যে ছিলেন টি কুমার। তারা বলেন, গত ৬০ মাস ধরে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বেতন পাচ্ছেন না। ওই পত্রিকার এডিটর-ইন-চিফ অজয় কুমার কাউল সাংবাদিকের আত্মহত্যার এ ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বলেন, ‘পুলিশের উচিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা’।