চট্টগ্রামে অফিস যাওয়ার পথে প্রাণ গেল ইয়ংওয়ান কর্মকর্তার

0 166

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তুষার রক্ষিত (৫০) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।

নিহত তুষার রক্ষিত পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামের সুধীর রক্ষিতের ছেলে বলে জানা গেছে। তিনি ইয়ংওয়ানে প্যাটেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় ইস্পাহানি ২ নম্বর গেটের ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তুষার রক্ষিত। বন্দরের ২ নম্বর জেটি গেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.