বিয়ে করেছেন সালমান খান, ভাইরাল ছবি!

0 516

সালমান খান। বলিউড ফিল্ম ইন্ড্রাস্টির অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী সুপারস্টার। তার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। তাছাড়াও বিয়ে নিয়ে প্রায়ই তিনি থাকেন শিরোনামে। তাকে হিন্দি সিনেমার সবচেয়ে কাঙ্খিত ব্যাচেলর বলা হয়।

তার বিয়ে নিয়ে প্রায়ই নানারকম মুখরোচক সংবাদ প্রকাশ হয়। সম্প্রতি নেটপাড়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সুপারস্টার এবং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ে করছেন!

ছবিটিতে বরের পোশাকে আছেন সুপারস্টার সালমান। সোনাক্ষী সিনহা সেজেছেন নববধুর সাজে। তার সিঁথিতে শোভা পাচ্ছে টকটকে লাল সিঁদুর। সোনাক্ষীর আঙুলে আংটি পরাচ্ছেন ভাইজান। ভাইরাল এই ছবির জন্য দাবি করা হচ্ছে দাবাং তারকারা গোপনে বিয়ে করেছেন।

কিন্তু বিষয়টি পুরো গুজব। নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল ছবিটি নকল। ফটোশপ ব্যবহার করে ছবিটি তৈরি করে নেট দুনিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে। এই ছবি বা বিয়ের খবর নিয়ে মুখ খুলেননি সালমান ও সোনাক্ষি।

প্রসঙ্গত, সালমান ও সোনাক্ষীর মধ্যে দারুণ বন্ধুত্বের বন্ধন রয়েছে। অভিনেত্রী ২০১০ সালে সালমানের সঙ্গে জুটি বেধে ‘দাবাং’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.