নির্বাচনী সহিংসতাসহ দশ মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় খাগরিয়া ইউপি নির্বাচনে সহিংসতা এবং হত্যা, অস্ত্র, মাদকসহ ১০ মামলার ৩টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় এলজি। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪২)। সে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মতলব চেয়ারম্যান বাড়ির শামসুল ইসলামের ছেলে।
গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বান্দরবান থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানাসহ দশটি মামলায় আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপি নির্বাচনে সহিংসতা, হত্যা, অস্ত্র, মাদকের আসামী দেলোয়ারকে বান্দরবান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবা শেষে দেলোয়ারের তথ্যমতে খাগরিয়ায় তার বসতঘরের পূর্বপাশে পরিত্যাক্ত কক্ষের লাকড়ির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, সে বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের রেইচা ২ নম্বর ওয়ার্ড গোয়ালিয়া ঘোনা এলাকায় আত্মগোপনে ছিল।