লরির পেছনে ‌‘দ্রুতগতির’ নোহার ধাক্কায় চালক নিহত

0 194

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা লরির পেছনে নোহা গাড়ির ধাক্কায় নুরুল আফসার (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত নুরুল আফসার কক্সবাজারের চকরিয়ার শাহ আলমের ছেলে।

আজ বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ামতল ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বারআউলিয়া থানার ইনচার্জ নাজমুল হক। তিনি বলেন, সিলেট থেকে একটি নোহা মাইক্রো যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ফকিরহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির মাইক্রোটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রো চালক নুরুল আফসারের মৃত্যু হয়েছে। আহত পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাদের নাম প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.