রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
রাউজানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রাউজান সরকারি কলেজের ব্যবস্থাপনায় সাজেদা কবির চৌধুরী হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২মার্চ ) দুপুর ১২টায় রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
এতে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, অধ্যাপক নুরুল আব্বাস,মোহাম্মদ নুরুল আজিম, সবুজ দাশ, মোহাম্মদ জহিরুল ইসলাম,প্রদীপ কুমার, নার্গিস আকতার,শামসুর নাহার, সর্বরী দে,মাহফুজ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ,কলেজের অধ্যাপক -অধ্যাপিকা সহ কলেজের নবীন প্রবীণ শিক্ষার্থীবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী বানী সম্বলিত একটি চিটি প্রেরণ করেন এবং চিটিতে তিনি বলেন, তোমরা দেশের আগামী দিনের কর্ণধার। তোমাদের মত নবীন রুপে এই কলেজে এসেছিল অসংখ্য মেধাবী তরুণ।তাদের অনেকেই আজ দেশে বিদেশে নিজ কর্মগুনে স্মরণীয় হয়ে আছেন। রাউজান আজ উন্নয়নের আলোয় উদ্ভাসিত।যার সুফল তোমরাই ভোগ করবে। সৃষ্টিকর্তা তোমাদের দান করুক সততা, অধ্যাবসায়, কর্তব্যানিষ্ঠা, গভীর পাঠানুরাগ ও মহত্তর চারিত্রিক সম্পদ। উন্নত সমৃদ্ধ রাউজান গড়াই আমার অঙ্গীকার। তোমরাই হবে আগামী দিনের উন্নয়নের কান্ডারী। তোমাদের জীবন সুন্দর স্বার্থক ও কল্যাণময় হোক এই কামনা করি।