করোনায় শনাক্ত কমে ৮ জনের মৃত্যু

0 167

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৭৩২ জন। এর আগে গতকাল (মঙ্গলবার) ৮ জনের মৃত্যু এবং ৭৯৯ জন রোগী শনাক্ত হয়েছিলো।

আজ বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৭১৬টি নমুনা। এর মধ্যে মৃত্যু ৮ জন, শনাক্ত ৭৩২ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২২ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। এদেরমধ্যে ঢাকায় ৩, রাজশাহীতে ১, বরিশালে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Leave A Reply

Your email address will not be published.