রাউজানে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাউজান উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বুধবার ( ২মার্চ) রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় এতে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।
বিষয়টি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা প্রকল্প কর্মকর্তা নেওয়াজ মোরশেদ, রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাশেম, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সমাজসেবা অফিসার মনির হোসাইন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, সমবায় অফিসার ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা।
এসময় বক্তারা বলেন, এদেশ একসময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে জিম্মি ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে বহু কষ্টে ত্রিশ লাখ শহীদের বিনিময়ে এদেশ স্বাধীনতা লাভ করেছে, তাই আজকের এইদিনে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এসময় রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
এরপরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।