ইউক্রেনে রকেট হামলায় বাংলাদেশি নিহত ১
ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। গত বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
বাংলাদেশি জাহাজটিতে থাকা এক নাবিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। আমাদের শিপে (জাহাজে)। ইউক্রেনের সময় ৫টা ১০ এর দিকে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’ আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।
ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে বলে জানা যায়। জাহাজে
মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। নাবিকদের বিভিন্ন গ্রুপে একজন নাবিক নিহত হওয়ার কথা পোস্ট করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি জানান, জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।