করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

0 419

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬০৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৫ জনের মৃত্যু এবং ৬৫৭ জন রোগী শনাক্ত হয়েছিলো।

আজ শুক্রবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৯০টি নমুনা। এরমধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬০৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯ জন। মৃত্যু হয়েছেন ২৯ হাজার ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ২ জন ও সিলেটের ১ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Leave A Reply

Your email address will not be published.