১১ হাজার রুশ সৈন্য নিহত ইউক্রেনে যুদ্ধে

0 200

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার ১১ দিনে মোট ১১ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে।

আজ রোববার (৬মার্চ)ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

এর আগে শনিবার জেনারেল স্টাফের বিবৃতিতে জানানো হয়েছিলো, যুদ্ধে রাশিয়ার ১০ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে।

তবে ইউক্রেনের মোট কত সৈন্য নিহত হয়েছে তা বিবৃতিতে জানানো হয়নি।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : আলজাজিরা

Leave A Reply

Your email address will not be published.