আন্তর্জাতিক সংগঠন রোটারক্ট ক্লাব অব চিটাগাং এর ২০২২-২০২৩ এর জন্য সেক্রেটারি মনোনীত হয়ে দায়িত্ব নিলেন রোটারেক্টর আশেক রসুল রাহাত।
রোটারেক্ট ক্লাব অব চিটাগাং এর রোটাবর্ষ ২০২২-২৩ পহেলা জুলাই থেকে সেক্রেটারির দায়িত্ব পালন করবেন তিনি। রোটারেক্টর আশেক রসুল রাহাত ২০১৭ সাল থেকে ক্লাবের একজন নিবেদিত সদস্য।
তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) তে বিবিএ পড়ছেন। শুরুতে তিনি ২০১৭-২০১৮ সালে অর্থ পরিচালক দায়িত্ব পালন করেন।
পরে তিনি যথাক্রমে ২০১৮-২০১৯ সালে প্রধান সার্জেন্ট ২০১৯-২০২০ সালে যুগ্ম সচিব ২০২০-২০২১ সালে সিনিয়র যুগ্ম সচিব এবং ২০২১-২০২২ সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।