রাউজানে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

0 490

ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২ উদযাপন উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের ব‍্যবস্থাপনায় আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত সোমবার (৭ই মার্চ ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বিএম ফজল করিম চৌধুরী এম.পি।

তথ্যটি নিশ্চিত করেন মোহাম্মদ রবিউল হোসেন রবি।

উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের  সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান,উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আহমদ।

এতে এসময় আরো উপস্থিত

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী, শিক্ষক অফিসার আব্দুল কুদ্দুস, সমাজ সেবা অফিসার মনির হোসাইন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন,সমবায় অফিসার মোহাম্মদ ওবাইদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা

মুক্তিযোদ্ধা কাজী ইউছুফ মিয়া, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ‍্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave A Reply

Your email address will not be published.