বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ছাড়ালো

0 193

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়ে গেছে। এছাড়া সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন সাত হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৫ কোটি ১৮ লাখ ৬ হাজার ৭৮৪ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৪৩ হাজার ৯১৮ জনে।

এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১০ লাখ ৬৪ হাজার ১০৩ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে নয় লাখ ৮৯ হাজার ৪৭৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ২৯ লাখ ৮০ হাজার ৬৭ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ১৫ হাজার ৪৯০৩৮৬ জন।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৪২ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৫৮৮ জনের।

Leave A Reply

Your email address will not be published.