রাশিয়ার মারিউপোল হাসপাতালে গোলাবর্ষণে জাতিসঙ্ঘের তীব্র নিন্দা
ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন জাতিসঙ্ঘ প্রধান। তিনি এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার (১০মার্চ) এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ইউক্রেনের মারিউপোল শহরের শিশু হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণের বিষয়ে তীব্র সমালোচনা করে জাতিসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, এ ধরনের কাণ্ডজ্ঞানহীন সহিংসতা বন্ধ করতে হবে।
মারিউপোল শহরের শিশু হাসপাতালে রাশিয়ার গোলাবর্ষণের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডে রুশ হামলার কারণে কমপক্ষে ১৭ ব্যক্তি আহত হয়েছেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাচ্ছেন যে তার পশ্চিমা বন্ধুরাষ্ট্রগুলো দেশটিতে ‘নো-ফ্লাই জোন’ ব্যবস্থা কার্যকর করুক। কিন্তু, তার এ প্রস্তাবে সাড়া দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। কারণে, পশ্চিমারা ইউক্রেনে ‘নো-ফ্লাই জোন’ ব্যবস্থা কার্যকর করলে রাশিয়ার সাথে যুদ্ধ অনিবার্য।
এমন সময়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গেছেন তুরস্কে। সেখানে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে (যুদ্ধ বন্ধের জন্য) আলোচনায় বসবেন তিনি।
সূত্র : আল-জাজিরা