বক্তব্য দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চট্টগ্রামের আ.লীগ নেতা

0 217

চট্টগ্রামের পটিয়ার আশিয়া উচ্চ বিদ্যালয়ের মুজিব শতবর্ষের এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার খাঁন। বক্তব্য শেষ করে মঞ্চের চেয়ারে বসতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

আখতার খাঁন আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আমরা আশিয়া উচ্চ বিদ্যালয়ের মুজিব শতবর্ষের এক অনুষ্ঠানে যোগ দিই। এ সময় আওয়ামী লীগ নেতা মাস্টার আখতার খাঁন বিশেষ অতিথির বক্তব্য শেষ করে মন্ঞের চেয়ারে বসা অবস্থায় ঢলে পড়েন। তাকে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আখতার খানের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সিডিএ’র বোর্ড মেম্বার মো. ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাসেম, আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলামুর রহমান চৌধুরী মন্জু, সাধারণ সম্পাদক আইয়ুব আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাঈনুল হক রাশেদ, হাজী আরিফুর রহমান শাহ, দস্তগীরুল হক, ইউপি সদস্য ফৌজুল কবির চৌধুরী, হাসেম উদ্দিন।

শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টায় আশিয়া ফারুক রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে আখতার খাঁনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.