আগামীকাল চট্টগ্রামের যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না

0 175

আগামীকাল শুক্রবার ১১ মার্চ ২০২২ নিম্নলিখিত সময়ে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের খুলশী ও পাথরঘাটার আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান:
১১ মার্চ ২০২২ (শুক্রবার)
সকাল ৭টা থেকে সকাল ১১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ খুলশী এর আওতাধীন জালালাবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং জালালাবাদ-৪নং ফিডার (আংশিক) এর আওতায় ষোলশহর রেলস্টেশন, শেখ ফরিদ মার্কেট, ষোলশহর সুপার মার্কেট, শিক্ষা অফিস, এলজিডি অফিস এবং তৎসংলগ্ন এলাকাসমূহ।

সকাল ৬টা থেকে দুপুর ২টা: বিক্রয় ও বিতরণ বিভাগ পাথরঘাটা এর আওতাধীন পাথরঘাটা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নং-১৪ এর আওতায় টেরীবাজার, হাজারীলেন ও আশেপাশের বর্ণিত সকল এলাকা।

কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

Leave A Reply

Your email address will not be published.