রাউজানে পৌর শাসন এবং অবকাঠামো উন্নয়ন কর্মসূচীর কর্মশালা অনুষ্ঠিত
রাউজানে পৌর শাসন এবং অবকাঠামো উন্নয়ন কর্মসূচীর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উদ্যোগে ও পৌরসভার ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত বুধবার (৯ মার্চ) সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
তথ্যটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
পৌরসভার নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় সড়ক ও ড্রেন, অন্যান্য সুবিধা (মাঠ, বিনোদন ও সাংস্কৃতিক স্থাপনা, বাস টার্মিনাল, যাত্রী ছাউনি, চৌচাগার, কমিউনিটি হেলথকেয়ার সহ নানান নাগরিক সুবিধা), সুসংহত অর্থনৈতিক ব্যবস্থা ও প্রশাসনিক সুব্যবস্থা এই চারটি বিষয়ের উপর গ্রুপ ভিত্তিক আলোকপাত করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা হয়। এসব বিষয় দ্রুত কার্যকর করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
পৌর শাসন এবং অবকাঠামো উন্নয়ন কর্মসূচীর পক্ষে উপস্থিত ছিলেন টিম লিডার ও মনিটরিং ইভেলুয়েশন স্পেশালিষ্ট ড. নওশাদ আহমেদ, সিনিয়র আরবাণ প্লানার আফসানা এম কামাল, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ সাদেকাতুল হাছান ও কোয়ান্টিটি সার্ভেয়ার এম.ডি আনিসুর রহমান।
এসময় অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র-২ এড. সমীর দাশগুপ্ত, পৌর কাউন্সিল কাজী মুহাম্মদ ইকবাল, শওকত হাছান, দিলীপ কুমার চৌধুরী, জানে আলম জনি, জসীম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেবুন্নেছা, জন্নাতুল ফেরদৌস ডলি, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,অধ্যক্ষ হাফেজ আবু জাফর সিদ্দিকী, মাওলানা আব্দুল মন্নান,সৈয়দ মোহাম্মদ কামাল সহ সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণীর নাগরিকরা উপস্থিত ছিলেন।