৫১২ লিটার তেল মজুত করায় সাবেক কৃষি কর্মকর্তাকে গ্রেফতার

0 290

রমজানে বাড়তি লাভের আশায় অবৈধভাবে মজুদ করা ৫১২ লিটার তেলসহ লায়েকুজ্জামান নামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মজুত করা তেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা লালমাটিয়ার একটি ফ্ল্যাটে থাকেন। এর পাশেই তার শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করেন। সেই বাসাতেই ব্যক্তিগতভাবে ৬ দিন ধরে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই পরিমাণ তেল মজুত করেন তিনি।

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লায়েকুজ্জামান জানিয়েছেন, বর্তমানে তেলের বাড়তি দামের বিষয়টি মাথায় রেখে রমজানে অতিরিক্ত লাভের আশায় তিনি এত তেল মজুত করেন।’

ডিসি বিপ্লব আরও জানান, লায়েকুজ্জামানের কাছে তেল কেনার রসিদ দেখতে চাইলে তিনি কেবল ৪০ লিটার তেলের রসিদ দেখাতে পেরেছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.