চট্টগ্রামে ইয়াবা পাচারে আটক ২

0 499

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ট্রাকের এয়ার ক্লিনারের ভেতর থেকে ১৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল রাতে বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। আটকরা হলেন— মো. মুক্তার হোসেন (২২) ও মো. রাসেল (২২)।

আজ শনিবার (১২ মার্চ) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীতে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে একটি ট্রাক থেকে দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের নিচের অংশে এয়ার ক্লিনার বক্সের ভেতরে লুকানো ১৯ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এয়ার ক্লিনারের ভেতরে ইয়াবাগুলো সাদা পলিথিনের ওপর স্কসটেপ দিয়ে মোড়ানো ছিল। এসময় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আসামিরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন মাদক কারবারি থেকে ইয়াবা সংগ্রহ করত। পরে তা চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছিল। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। আসামি ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.