চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে দ্রব্যমূল্যের উধ্বর্গতির প্রতিবাদে মানববন্ধন
সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বর্গতির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের ব্যবস্থাপনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১২মার্চ শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তথ্যটি নিশ্চিত করেন উত্তর জেলা প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মাওলানা আলহাজ্ব আব্দুল নবী আল কাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য মাষ্টার মোহাম্মদ আবুল হোসাইন।
সংগঠনের সহ সভাপতি নাছির উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আনোয়ার পারভেজ, মাওলানা আব্দুর রহিম, কাজী মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইসমাইল, শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আবু বকর, আব্দুর রহমান আজাদ,মাওলানা আব্দুল খালেক, হাফেজ নুরুল আলম,হাফেজ বেলাল উদ্দিন, সেলিম উদ্দিন, আব্দুল মাবুদ প্রমুখ।
বক্তারা বলেন আমাদের এই মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয়, খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি। মাহে রমজান কে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের প্রতি জোরদার দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এস সমাপ্তি করে।