টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0 242

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আজ জোহানেসবার্গের ওয়ানডার্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পরিবর্তন নিয়ে নামতে চলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দল এখন পর্যন্ত খেলেছে মোট ১০টি ওয়ানডে। যেখানে প্রথম নয়টিতে দক্ষিণ আফ্রিকা জিতলেও, সবশেষ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়ে যত বেশি রান সম্ভব করার লক্ষ্য জানিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বার বাভুমা জানিয়েছেন, তারা টস জিতলে আগে বোলিংই করতেন।

Leave A Reply

Your email address will not be published.