মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুরে শ্রাবনী আক্তার চাঁদনী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শ্রাবনী আক্তার চাঁদনী ওই গ্রামের হাবিবুর রহমান শেখের মেয়ে। সে নিয়ামতপুরের ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।
আজ সোমবার (২১মার্চ) দুপুরে উপজেলার কাঁচপাড়ার হিন্দু পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
শ্রাবণী আক্তারের মা খাদিজা আক্তার বলেন, বেলা ১২টার দিকে পুকুরে গোসল করে পাশে দাদার বাড়ি যাবে বললে নিষেধ করি। তারপরও শ্রাবনী চলে যায়। কিছুক্ষণ পর খবর আসে শ্রাবনী গলায় ফাঁস দিয়েছে। দৌড়ে গিয়ে দেখি আমার শশুরের গোয়ালঘরের বাঁশের সাথে দড়ি সাথে শ্রাবনী ঝুলে আছে।
তিনি আরও বলেন, আমার মেয়ের সাথে কোন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয় না। যখন যা চায় তখন সেটাই দেয়। কিন্তু কি কারণে শ্রাবনী এমন ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না।