ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান ‘নড়বড়ে’: বাইডেন
যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে কিছুটা ভিন্ন ভারত। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে দেশটির অবস্থান ‘নড়বড়ে’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গতকাল সোমবার (২১ মার্চ) এক ভাষণে বাইডেন বলেন, ইউক্রেন ইস্যুতে সামরিক জোট ন্যাটো, ইউরোপ ও এশিয়ার সহযোগী দেশগুলোর ভূমিকা প্রশংসাযোগ্য। রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছে। রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে তাতে অংশ নিয়েছে দেশগুলো। কিন্তু ভারত এর মধ্যে নেই।
বিবিসি জানায়, কোয়াডে চারটি দেশ আছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই সরব কোয়াডের দেশগুলো। কিন্তু ভিন্ন পথে ভারত। তারা রাশিয়ার বিরিদ্ধে কোনো অবস্থান না নিয়ে উল্টো ডিসকাউন্টে তেল কিনছে বলে অভিযোগ উঠেছে। এমনকি জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে তোলা একাধিক প্রস্তাবের কোনোটিতেই ভোট দেয়নি দিল্লি।
এ প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, ‘কোয়াডে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম এবং তারা নড়বড়ে।’