ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রুশ সমর্থিত যোদ্ধারা
ইউক্রেনে রুশ আগ্রাসনের সমর্থনে ভ্যাকুয়াম বোমা বা থার্মোবারিক রকেটের ব্যবহার করছে মস্কো সমর্থিত দোনেস্কের যোদ্ধারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। এতে দেখা যায়, ভ্যাকুয়াম বোমা দিয়ে হামলা করা হচ্ছে। যা ইউক্রেনের বিভিন্ন স্থানে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে।
ভিডিওতে দেখা যায়, পুতিন কর্তৃক ঘোষিত স্বাধীন দোনেস্কের একদল যোদ্ধা রুশ নির্মিত টিওএস-১এ মাল্টিপল রকেট লঞ্চার থেকে ভ্যাকুয়াম বোমা নিক্ষেপ করছে।
বিবিসি জানায়, ভ্যাকুয়াম বোমার ব্যবহার বিতর্কিত কারণ, এসব বোমা একই আকারের প্রচলিত বিস্ফোরকগুলোর চেয়ে অনেক বেশি বিধ্বংসী। একই সঙ্গে বিস্ফোরণের ব্যাসার্ধে মধ্যে বিপজ্জনক রশ্মির বিকিরণ ঘটাতে সক্ষম এটি।