খারকিভে হাজারের অধিক ভবন ধ্বংস
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভে ক্রমাগত হামলা করছে রুশ বাহিনী। এতে এক হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরী সেবা কর্তৃপক্ষ। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনের জরুরী সেবা এক বিবৃতিতে জানায়, ধ্বংস হওয়া বাড়িগুলোর বেশিরভাগই আবাসিক।
রুশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভ শহরটি। যার কারণে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই শহরটি তীব্র হামলার কবলে পড়েছে।
ইউক্রেনের কর্মকর্তাদের মতে, রাশিয়ার হামলার কারণে শুধু খারকিভেই অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।