আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরাইল বাহিনী

0 374

ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল-জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১১ মে) জেনিন শহরে ইসরাইলি অভিযান কভার করার সময় তাকে গুলি করা হয়।

গুরুতর আহত শিরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আল-জাজিরা কর্মী নিদা ইব্রাহিম বলেন, শিরিনের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার ভিডিওগুলো দেখে ধারণা করা হচ্ছে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় সহকর্মীর বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিদা ইব্রাহিম।

হাসপাতালে গুলিবিদ্ধ শিরিন

তিনি আরও বলেন, আবু আকলেহ একজন “খুব সম্মানিত সাংবাদিক” ছিলেন, যিনি ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার সাথে কাজ করেছেন।

তবে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে জেরুজালেম ভিত্তিক কুদস পত্রিকার জন্য কাজ করেন ফিলিস্তিনি সাংবাদিক আলি সামুদি, তিনিও গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

যুক্তরাজ্যের ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট এক টুইট বার্তায় বলেন, আজ সকালে জেনিনে ইসরাইলি বর্বরতা কভার করার সময় ইসরাইলি দখলদার বাহিনী আমাদের প্রিয় সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা করেছে। শিরিন ছিলেন বিশিষ্ট ফিলিস্তিনি সাংবাদিক এবং একজন ঘনিষ্ঠ বন্ধু।

 

 

Leave A Reply

Your email address will not be published.