হজ প্যাকেজ ঘোষণা, বাড়লো খরচ
চলতি বছর হজে যেতে সরকারিভাবে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে এবার প্রথম, দ্বিতীয় প্যাকেজ থাকলেও রাখা হয়নি তৃতীয় প্যাকেজ। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, এবার হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর লাখ টাকারও বেশি বাড়তি খরচ হবে।
এবার সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ সহ মোট ৫৭ হাজার ৫৮৫ যাত্রী হজে যাচ্ছেন।
আজ বুধবার (১১ মে) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়।
সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকের হজ প্যাকেজ সম্পর্কে ব্রিফ করেন।
আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবার মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নিচ্ছেন। সরকারিভাবে হজে যেতে প্রস্তাবিত প্যাকেজ-১ এ পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজ এ খরচ ধরা হয়েছে চার লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।
২০২০ সালের তুলনায় সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর দাম বেড়েছে এক লাখ দুই হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর দাম বেড়েছে এক লাখ দুই হাজার ১৫০ টাকা।
এখন পর্যন্ত নিবন্ধিত ৫৭ হাজারের কোটা পূরণ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, হজের প্রথম ফ্লাইটের সম্ভব্য তারিখ ৩১ মে নির্ধারণ করা হয়েছে। এবার ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হজের সরকারি প্যাকেজ খরচ কেন বেশি- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এবার বাড়িগুলো দূরে হওয়ায় যাতায়াত খরচ বেশি হওয়ায় খরচ বেড়েছে। ২০২০ সালে সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ২৩ টাকা। আজ এই হারের পরিমাণ ২৪ টাকা ৩০ পয়সা। এটিও প্যাকেজ মূল্য বাড়ার অন্যতম কারণ। এছাড়া সৌদি আরবে সব খাতের উপর ১৫ শতাংশ ভ্যাট, সার্ভিস চার্জ, কর অন্তর্ভুক্ত করা হয়েছে। মোয়াচ্ছাছা এর খরচ দ্বিগুণ হয়েছে। বাড়ি ভাড়া বেড়েছে।
এ সময় হজের বেসরকারি প্যাকেজ আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানানো হয়।