নেশায় বাধা দেওয়ায় অভিমানে নগরীতে এক শিক্ষার্থীর আত্মহত্যা

0 214

নেশায় বাধা দেওয়ায় নগরীতে মায়ের সাথে অভিমান করে নগরীর নিজ বাসায় আত্মহত্যা করেছে রাউজানের এক যুবক নাফিজুল আলম রিয়াদ (২১) নামে এক শিক্ষার্থী।

গত ৯ মে রোজ সোমবার সন্ধ্যায় রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের শেখপাড়া খলিলুর রহমান সওদাগরের বাড়ির গোরস্থানে তাকে দাফন করা হয়।

তথ্যটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।

জানা যায়, রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিল সওদার বাড়ির নুরুল আলম প্রকাশ দুলা মিয়ার পুত্র রিয়াদ নগরীর চকবাজারস্থ রসুলবাগ এলাকায় নিজ বাসায় পরিবারের সদস্যদের সাথে বসবাস করে আসছে।তার আগে রবিবার সন্ধ্যা ৭টার সময় বাসায় পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষে গলায় ফাস লাগিয়ে তিনি এ আত্মহত্যা করেন। সে এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।

সূত্রমতে, রিয়াদ প্রায় সময় নেশা করত। এতে মা বকুনি দেয়। যার কারনে রবিবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে নগরীর চাকবাজারস্থ বাসায় গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছে অনেকে। পরে লাশ ময়না তদন্ত শেষে সোমবার সন্ধ্যায় রাউজানের পাহাড়তলীর নিজ গ্রামে নামাজে জানাযা শেষে দাপন করা হয়।

বিষয়টি সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য জানে আলম বলেন, এই ঘটনায় এলাকার লোকজন খুবই মর্মাহত।

এ বিষয়ে ঘটনাকবলিত বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ঘশ বলেন, আত্মহত্যাকারী রিয়াদ প্রায় সময় নেশাগ্রস্থ থাকত যার কারনে মা বাবা বাধাগ্রস্থ হওয়ায় হয়তো তিনি এ ঘটনা করতে পারে। এতে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.