একই হাসপাতালের ১১ নার্স-চিকিৎসক একসঙ্গে অন্তঃসত্ত্বা

0 574

 

একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন যুক্তরাষ্ট্রের লিবার্টি হাসপাতালের একই বিভাগে কর্মরত ১১ জন। যাদের মধ্যে ১০ জন নার্স এবং একজন চিকিৎসক রয়েছেন।

এ নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল যুক্তরাষ্ট্র।
জানা গেছে, অন্তঃসত্ত্বা নারীরা প্রত্যেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্যে সন্তান প্রসব করার কথা রয়েছে। অন্তঃসত্ত্বা নারীরা প্রত্যেকে একই বিভাগে কাজ করেন। খবর: জি নিউজ।

এই খবর জানাজানি হতেই, অনেকে মজা করছেন। কেউ কেউ বলছেন হাসপাতালের পানিতে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। যদিও অন্তঃসত্ত্বা নারীরা প্রত্যেকে নিজের নিজের পানির বোতল নিয়ে কাজে যান।

এর আগে এমন ঘটনা ঘটে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের লেবার অ্যান্ড ডেলিভারি ইউনিট অফ মেন মেডিক্যাল সেন্টারে। সেখানে একই বিভাগের ৯ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে ছিলেন।

তার আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের অ্য়ান্ডারশন হাসপাতালে ৮ জনকর্মী একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছিলেন।

Leave A Reply

Your email address will not be published.