পি কে হালদারসহ ছয়জন তিনদিনের রিমান্ডে

0 184

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পি কে হালদারসহ ছয়জনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডির একটি সূত্র থেকে জানানো হয়েছে, শনিবার (১৪ মে) দুপরে তাদেরকে কলকাতার ব্যাংকশাল আদালতের সিবিআই কোর্টে তোলা হয়।

সেখানে ইডি তাদের তিনদিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৭ মে পর্যন্ত রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারসহ ছয়জনকে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য পাঁচজন হলেন, উত্তম মিত্র, স্বপন মিত্র, সঞ্জীব হালদার, প্রাণেশ হালদার ও তার স্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.