কুয়াকাটায় ভেসে এলো সাত ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন
কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে সাত ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন।
গত শনিবার (১৪ মে) দুপুরে সাগরের জোয়ারে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকে পড়ে।
মৃত ডলফিনটির শরীরে জাল পেঁচানো ছিল। কয়েকদিন আগে ডলফিনটি মারা যাওয়ায় এটির পেট, লেজ ও মুখে পঁচন ধরেছে।
স্থানীয়রা জানান, দুপুরে ভেসে আসলেও সমুদ্রগামী জেলেরা সন্ধ্যার একটু আগে ডলফিনের মৃতদেহটি দেখতে পায়। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়া হয়। সাগরে ফেলা জালে আটকা পড়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে সৈকতেই ডলফিনটিকে বালু চাপা দেয়া হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সমন্বয়কারী রুমান ইমতিয়াজ তুষার জানান, এ মৌসুমে কুয়াকাটায় ৯টি ডলফিন ও সাতটি বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছে। প্রাণী গবেষকরা এসব ডলফিন ও কচ্ছপের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু এগুলোর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।