খাল দখলের কারণে পানিবন্দি ৫০ হাজার মানুষ
সিলেট সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত এলাকায় দখলবাজির কারণে পানিবন্দি হয়ে আছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। খাল ভরাট করে ঘর তৈরি করেছে কিছু দখলদার।
এতে পানি সরতে না পারায় জলাবদ্ধতায় ৫০ গ্রামের মানুষ। সিটি কর্পোরেশন খাল সংস্কারের কাজ করলেও টাকার অভাবে বড় কোন প্রকল্প নিতে পারছে না।
সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনে আসা কুমারগাঁও-বাদাঘাট সড়কের দুপাশে কোন স্যুয়ারেজ লাইন নেই। সড়ক ও জনপথের খাল দিয়ে বৃহত্তর এ এলাকার পানি নদীতে পড়তো।
কিন্তু দখলদাররা বিভিন্ন জায়গায় খাল দখল করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে অল্প বৃষ্টিতে পানি জমে থাকায় দুর্ভোগের শেষ নেই মানুষের।
জমে থাকা পানি রোগবালাই ছড়াচ্ছে বলে জানালেন এলাকাবাসী। তাদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি কিছু স্যুয়ারেজ খাল খনন করে দেয় সিটি কর্পোরেশন।
কিন্তু দখলবাজদের উচ্ছেদসহ পানি নিষ্কাশনে সুপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন না করলে এর ফল পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকার মানুষ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, নতুন এলাকার উন্নয়নে চার হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।
জলাবদ্ধতা থেকে রেহাই পেতে দখলদারদের উচ্ছেদে সিটি কর্পোরেশনকে সহযোগিতার ঘোষণা দিয়েছে এলাকাবাসী।