বৃদ্ধ পিতাকে হত্যার দায়ে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবিতে বৃদ্ধ পিতাকে হত্যার অভিযোগে সাবেক ইউপি সদস্য ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মে) সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বরণ গ্রামে পিতা আব্দুল কাদেরকে হত্যার দায়ে পুলিশ সাবেক ইউপি সদস্য সুলতানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ পারিবারিক কলহের জের ধরে তার পিতাকে হত্যা করেন বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে সুলতানের স্ত্রী ও পরিবারের সাথে কলহ চলছিলো। শনিবার (১৪ মে) দুপুরেও স্ত্রী, মেয়ে ও ছোট ছেলেকে মারপিট করেন সুলতান। রাতে ঘুমানোর সময় তার বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করেও দেন তিনি। রাতে রান্নাঘরে ঘুমায় তার বৃদ্ধ পিতা।
ভোর সাড়ে চারটার দিকে সুলতান ঘর থেকে বের হয়ে বাবাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চৌকির পায়া দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে পুলিশ গিয়ে সুলতানকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।