বিরতির পর সাকিবের জোড়া আঘাত, চাপের মুখে শ্রীলঙ্কা

0 389

মধ্যাহ্ন বিরতির পরই লঙ্কান শিবিরে জোড়া আঘাত হেনেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হন রমেশ মেন্ডিস।

পরের বলেই এলবির শিকার বানিয়ে সাজঘরে পাঠান এম্বুলডেনিয়াকে। প্রতিবেদন প্রস্তুতের সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১২০ ওভার শেষে ৩৩৭ রান। ১৪৯ রানে অপরাজিত আছেন আঞ্জেলো ম্যাথিউস।

এর আগে, দিনের শুরু থেকেই টাইগার বোলারদের শাসন করছিলো লঙ্কান ব্যাটাররা। ম্যাথিউস ও চান্দিমালের জুটিতে দলীয় স্কোর ৩০০ পার হয়ে যায়। প্রথম সেশনে কেবল দুইটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তরুণ স্পিনার নাঈম হাসান ফিরিয়েছেন দিনেশ চান্দিমালকে। ৬৬ রানে তার প্রতিরোধ ভেঙেছেন নাঈম। এরপর ব্যাট করতে নামা নিরোসান ডিকওয়েলাকেও আউট করলেন নাঈম। হতাশার সেশনের শেষ দিকে এসে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বড় স্বস্তিই দিলেন তরুণ এই স্পিনারG

দিনের চতুর্থ ওভারেই ম্যাথিউসকে ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের ভুলে সেই সুযোগ হারিয়ে হতাশায় পুড়তে হলো মুমিনুলদের। প্রথমদিনের ২৫৮ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করেছিলো শ্রীলঙ্কা।

Leave A Reply

Your email address will not be published.