ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

0 280

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রাক থেকে লোহার এঙ্গেল রেললাইনের ওপর পড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ সোমবার (১৬ মে) রাত পৌনে আটটার দিকে রেল স্টেশনের পাশের শ্রীপুর-গোসিংগা সড়কের রেল ক্রসিংয়ের তিনটি লাইনে এসব এঙ্গেল পড়ে যায়।

এসময় ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র ট্রেনটি শ্রীপুর স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে এবং অপরদিকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গোসিংগার দিক থেকে মাওনাগামী একটি চলন্ত ট্রাকের ডালা খুলে গিয়ে স্টিলের অনেকগুলো এঙ্গেল পড়ে গিয়ে সজোরে শব্দ হয়। লোকজন ছুটাছুটি করে এলে ট্রাকচালক দ্রুত ট্রাক নিয়ে চলে যায়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামিমা জানান, অপ্রত্যাশিতভাবে এঙ্গেলগুলো রেললাইনের ওপর পড়ে যাওয়ায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এঙ্গেলগুলো অত্যন্ত ভারী হওয়ায় ক্রেন ছাড়া সেগুলো সরানো সম্ভব নয় বলে জানান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত প্রায় দশটা পর্যন্ত লোহার এঙ্গেলগুলো সরানো সম্ভব হয়নি।

Leave A Reply

Your email address will not be published.