রাউজান সাংসদ কতৃক ক্রয়কৃত অর্ধকোটি টাকার জমির দলিল কলেজকে হস্তান্তর

0 343

চট্টগ্রামের রাউজান গহিরা কলেজের একাডেমিক ভবন এবং হোস্টেল নির্মাণের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী কতৃক ক্রয়কৃত অর্ধকোটি টাকার ১৬.২ কাঠা জমির দলিল কলেজকে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

গতকাল মঙ্গলবার (১৭ মে) সকালে গহিরা কলেজের এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়াম হল মিলনায়তনে উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই জমির দলিল হস্তান্তর করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।

 

তথ্যটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাম বড় কথা নয়,গাছের পরিচয় যেমন ফল দিয়ে,কাজ ও যোগ্যতাই প্রমাণ করবে কে কতটুকু যোগ্য।

 

উপজেলা নির্বাহী অফিসার ও গহিরা কলেজ গভর্নিংবডির সভাপতি জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী ,গহিরা কলেজের অধ‍্যক্ষ এ টি এম শাহ আলম সিকদার, পৌরসভার প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, আলমগীর আলী, জানে আলম জনি,সমীর দাশগুপ্ত, সুমন দে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন গহিরা কলেজ গভর্নিংবডির বিদ‍্যুৎসাহী প্রতিনিধি সদস্য ডাক্তার দীপক সরকার, শিক্ষক প্রতিনিধি রনজিৎ কুমার নাথ, এস এম সাইফুল আরেফিন, সায়েরা বেগম, মোহাম্মদ মতিন, মোজাম্মেল হক খোকন মুসা আলম খান,জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন চৌধুরী পিপলু, সাফায়েত খান সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্র-ছাত্রী এবং আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.