সারাদেশ থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর নির্দেশ

0 433

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে পর্যটন এবং আন্তর্জাতিক বিমান চলাচলের হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে দেশের সব বিমানবন্দর থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

কক্সবাজার জেলার সবচেয়ে আধুনিক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন ১০ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এই ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় ব্লু ইকোনমি জোন হিসেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পৃথিবীর কাছে আকর্ষণীয় ভাবে গড়ে তুলতে বর্তমান সরকার কি কি করেছে এবং করছে সেই তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে প্রাচ্য এবং পাশ্চাত্যের সেতু বন্ধন উল্লেখ করে প্রধানমন্ত্রী যেখানে সেখানে স্থাপনা নির্মাণ না করার জন্য কক্সবাজারবাসীকে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে পৃথিবীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য আকাশপথ রেলপথ এবং সড়কপথের কানেকটিভিটি বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়ে গেলে আগামীতে কক্সবাজার হবে রিফুয়েলিংয়ের স্থান।

প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাস মোকাবেলা করার জন্য কক্সবাজারের ১২৪ কিলোমিটার সমুদ্র সীমানায় ঝাউবন দিয়ে বেষ্টনী গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দেয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের উন্নয়ন করারও নির্দেশ দেন সরকার প্রধান। সমুদ্রভিত্তিক অর্থনীতি দিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.