দুর্বৃত্তের হামলায় চেয়ারম্যানের শিশুপুত্র নিহত, স্ত্রী আহত

0 204

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় চেয়ারম্যানের শিশুপুত্র নিহত হয়েছেন।

গত বুধবার (১৮ মে) বিকাল সাড়ে চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতের নাম রাফসান (৮)।

এসময় চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান রত্না (৩৫) গুরুত্বর আহত হয়েছেন। সংকটাপন্ন অবস্থায় রত্নাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদরপুর-ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের জানান, ছানু মোল্যার ছেলে এরশাদ হোসেন বিকেল সাড়ে ৪টার সময় লোকজন নিয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা করে।

এসময় ঘরে এক বিছানায় শুয়ে থাকা চেয়ারম্যানের শিশুপুত্র আফসান ও স্ত্রী দিলজাহান রত্নাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই রাফসানের মৃত্যু হয়।

গুরুতর আহত রত্নাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা প্রশমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.