মারিউপোলে ২০০ দেহ উদ্ধার
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের একটি বেসমেন্ট থেকে কমপক্ষে ২০০টি দেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
কিছুদিন আগে রাশিয়া দাবি করেছিল, মারিউপোল এখন তাদের দখলে। মঙ্গলবার সেখানে একটি বাড়ির বেসমেন্ট থেকে অন্তত ২০০টি দেহ উদ্ধার হয়েছে বলে মেয়রের অফিস থেকে জানানো হয়েছে।
মেয়রের পরামর্শদাতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িটি থেকে পচা গন্ধ বার হচ্ছিল। বেসমেন্টে পৌঁছে দেখা যায়, শয়ে শয়ে দেহ সেখানে পচতে শুরু করেছে। দেহগুলো উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই দেহগুলির অধিকাংশই বেসামরিক ব্যক্তিদের।
এর আগে বুচায় গণকবর পাওয়া গিয়েছিল। মারিউপোলের ঘটনাও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
উল্লেখ্য, মারিউপোলের একটি স্টিল কারখানা থেকে শেষ লড়াই চালাচ্ছিল ইউক্রেনের সেনারা। গত সপ্তাহে আহত সেই সেনাদের উদ্ধার করে রাশিয়ার দখলে থাকা এলাকায় পাঠানো হয়েছে। ওই সেনাদের রাশিয়া বন্দি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।