করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে, ২৪ ঘণ্টায় ৪ সহস্রাধিক মৃত্যু

0 316

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল দুই সহস্রাধিক। পরদিন বুধবার মারা গেলেন প্রায় তিন হাজার মানুষ। আজ মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন চার হাজার নয়জন। এদিকে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ চার হাজার ২৫৮ জন।

আজ বৃহস্পতিবার (১৮আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৩১ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৬৩ হাজার ৮৭৯ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৯৯৮ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০৩ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ২০৭ জন

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪২ লাখ ৯৮ হাজার ৮৬৪ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ২০৬ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪২ লাখ ৭৬ হাজার ৮১ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৩৩৫ জন।

Leave A Reply

Your email address will not be published.