দেশত্যাগের সময় পিকে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

0 275

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড কোম্পানির প্রায় দুইশ কোটি টাকা আত্মসাতকারী পি কে হালদারের দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাবের দাবি, দেশত্যাগের চেষ্টার সময় গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য-প্রমাণ ছিল, তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।’

এ বিষয়ে আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও জানান ইমরান খান।

Leave A Reply

Your email address will not be published.