অফিসের নতুন এ সূচি সাময়িক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0 221

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে কর্মঘণ্টা ঠিক রেখেই অফিসের সময় একঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন নিয়মে অফিস শুরু করেছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন এ সূচি সাময়িক বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই সময় সূচি কতদিন চলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এই ব্যবস্থা সাময়িক।

অপরদিকে কর্মঘণ্টা কিছুটা কমলেও দৈনন্দিন কাজে তা প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি জানান, বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সময় সূচি কার্যকরের প্রথমদিন সচিবালয়ে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতোই। সকাল আটটাতেই খুলেছে সব দপ্তর। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও ছিলো লক্ষ্য করার মতো। নতুন সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের প্রাত্যহিক কাজ বা সেবায় কোন ব্যত্যয় ঘটবে না।

এদিকে গত একমাসে লোডশেডিং হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, গতকাল (মঙ্গলবার) ১১ থেকে ১৩ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে। আজ (বুধবার) থেকে আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে। কৃষক মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বিদ্যুৎ পাবেন।

তিনি বলেন, অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় আজকে (বুধবার) সকাল ৯টা থেকেই বিদ্যুৎ খরচ শুরু হয়ে গেছে, যেটা আগে হতো সকাল ১০টা থেকে।

পিক আওয়ার পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। গত একমাসে লোডশেডিং হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে।

মন্ত্রী এমপিসহ সবার বাসায় লোডশেডিং চলছে জানিয়েছে তিনি বলেন, ডিপিডিসির ডেস্কোর সিটির ভেতরে পিক আওয়ার চেঞ্জ হচ্ছে। সন্ধ্যায় পিক আওয়ার হবে না। লোডশেডিং কমে আসবে।

নসরুল হামিদ বলেন, লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস সর্টেজ ছিল। ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। ব্যালেন্স করে আমরা সাশ্রয় করতে পারছি।

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে সরকারি অফিস।

Leave A Reply

Your email address will not be published.