এবার নারী রূপে আসছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী
একের পর এক ব্যতিক্রমী চলচ্চিত্রে অভিনয়ের কারণে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বলিউড অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকী। নতুন সিনেমাতে তিনি আসছেন নতুন রূপেই।
নাওয়াজের নতুন ছবির নাম ‘হাড্ডি’। যার পোস্টার প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে তাকে চেনাাই দায়। পোস্টারে নারী না পুরুষের ছবি, তা নিয়েই ধন্ধে পড়েছেন সবাই।
পোস্টারে দেখা যাচ্ছে ধূসর ঝলমলে পোশাকে সিংহাসনে বসে এক লাস্যময়ী নারী। যার চোখে আগুন, ভ্রূর ধনুকে তির্যক ভঙ্গি। চোয়ালের রেখায় প্রতিশোধের আক্রোশ।
এই নারী আসলে নারী নন, তিনিই সিনেমার নায়ক নাওয়াজ সিদ্দিকী। যিনি নারীর বেশেই হাজির হবেন নিজের শক্রকে ঘায়েল করার জন্য।
গত মঙ্গলবার হাড্ডির নির্মাতারা প্রথম লুক প্রকাশ্যে আনতেই চারিদিকে সাড়া পরে গেছে। মুহূর্তেই তা ভাইরাল। অক্ষত অজয় শর্মা পরিচালিত ছবিটির মুক্তি পাবে আগামী বছর।
প্রতিশোধ ঘরনার এই ছবিতে নাওয়াজউদ্দিনকে ভিন্ন রূপেই দেখা যাবে বলে জানা গেছে। তবে এসব নিয়ে মুখে কুলুপ এটে আছেন অভিনেতা নিজেই।