চট্টগ্রামে একদিন আগেই শিশুদের করোনা টিকা শুরু

0 292

নির্ধারিত সময়ের একদিন আগেই চট্টগ্রামে শুরু হলো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া।

আজ বুধবার (২৪ আগস্ট) সকালে নগরীরর সরকারি মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

এসময় তিনি জানান, ১৪ দিনের এই কার্যক্রমে চার লাখ শিশুকে ফাইজারের তৈরি বিশেষ টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রথম ১২ দিন স্কুলে এবং বাকি দুই দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে।

তিনি জানান, নগরীরর ৪১টি ওয়ার্ডকে সাত ভাগে ভাগ করে প্রতিটি ওয়ার্ডে চারটি টিম কার্যক্রম পরিচালনা করবে।

টিকা পেতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিশুদের জন্ম নিবন্ধন সনদ নিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে।

শেষে চসিক মেয়র জানান, ব্যস্ততার কারণে একদিন আগে থেকেই এই টিকা কার্যক্রম শুরু করা হলো।

Leave A Reply

Your email address will not be published.