৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই বোন গ্রেপ্তার

0 233

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির ৬৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুই বোনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে দেশ থেকে কানাডা পালিয়ে যাবার সময় তাদের রাজধানীর ধানমন্ডি ও শ্যামলী থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২৪ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।

গ্রেপ্তার দুইজন হলেন- তানিয়া ও শারমিন। তারা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের পরিচালক খবির উদ্দিনের মেয়ে। খবির উদ্দিন ২০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুই বছর কারাভোগ করে বর্তমানে জামিনে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, দেশের বিভিন্ন সংস্থার চোখে ধুলা দিয়ে ভারতে গ্রেপ্তার পিকে হালদের সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক খবির উদ্দিনের দুই মেয়ে তানিয়া ও শারমিন কানাডায় পালিয়ে যাবার চেষ্টা করছিলেন। এ সময় ঋণ খেলাপি অভিযোগে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, সর্বশেষ চলতি বছরের সাত মার্চ প্রতিষ্ঠানটির ঋণ খেলাপিদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেয় হাইকোর্ট। এর আগে গত বছরের ১৯ এপ্রিল অভিযুক্তদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় আদালত। ২০০৩ সাল থেকে অভিযুক্ত শারমিন ও তানিয়া কানাডায় বসবাস করছেন।

র‌্যাব জানায়, তানিয়া ও শারমিন ২৮ জুলাই দেশে এলেও এতো দিন আত্মগোপনে ছিলেন।

প্রসঙ্গত, পিপলস লিজিংয়ের বিরুদ্ধে ছয় হাজার আমানতকারীর এক হাজার ৯৯৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৯ সালে আর্থিক প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হয়। এরপর আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালকরা ও তাদের সন্তানদের নামে নেয়া ঋণ ফেরত আনার জন্য ২০২১ সালে আদালত পর্ষদ  গঠন করে।

Leave A Reply

Your email address will not be published.