পরিবেশ রক্ষাই অপচনশীল আবর্জনা সংগ্রহ কর্মসূচি চলমান
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রাম হবে শহর এ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে পরিচ্ছন্ন-পরিবেশ বান্ধব ডিজিটাল ও আধুনিক পৌরসভা গড়ার প্রত্যয়ে রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এম.পির নির্দেশনায় অপচনশীল আবর্জনা সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠান চলমান রয়েছে।
গত বুধবার (২৪ আগস্ট) সকালে রাউজান পৌরসভা কাপড় ব্যাবসায়ী সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এর পর তিনি বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে এই অপচনশীল আবর্জনা সংগ্রহ করেন।
এসময় রাউজান পৌরসভা কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি ওসমান গনি রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর জানে আলম জনি,রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরু,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ রাশেদ, যুবলীগ নেতা আবু সালেক,মোহাম্মদ সাবের হোসেন , ছাত্রনেতা আরমান সিকদার, মোহাম্মদ নাছির উদ্দিন।
বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি বাবু নৃপতি চৌধুরী, সাধারণ সম্পাদক সাদিকুজ্জামান শফি, মোহাম্মদ সালাউদ্দীন, মাসুদ পারভেজ শাহ, মোহাম্মদ মোশাররফ, নাছির উদ্দিন, সজল বাবু,এস এম ওসমান প্রমুখ।
রাউজান পৌরসভা কাপড় ব্যবসায়ী সমিতির কাছ থেকে এই সময় প্রায় ৬০০শত বস্তা প্লাস্টিক ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হয়।