ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

0 259

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোনো নির্দিষ্ট সময় নয়, ওষুধের দোকানগুলো (ফার্মেসি) ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ওষুধের দোকান বন্ধ-খোলার বিষয়ে সিদ্ধান্ত সিটি করপোরেশনের এখতিয়ারে পড়ে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা নিয়ে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘রাত ১২টার পর ফার্মেসি বন্ধের কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে দেওয়া হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে তারা কোনো যোগাযোগ ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘অন্য দোকান আর ওষুধের দোকান এক নয়। ওষুধের দোকান বন্ধ থাকবে না খোলা থাকবে, সেটা নির্ধারণ করবে সরকার। এটা সিটি করপোরেশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা এই বিষয়ে যে আদেশ জারি করেছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করলে ভালো হতো। কিন্তু, তারা সেটা করেননি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি। তবে, আলোচনা যা-ই হোক, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।’

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এক গণবিজ্ঞপ্তিতে তারা জানায়, ১ সেপ্টেম্বর থেকে মার্কেটগুলো রাত ৮টায় বন্ধ হবে। কাচাবাজার বন্ধ হবে রাত ১০টায়। সেখানে ওষুধের দোকানোর বিষয়ে বলা হয়, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় বন্ধ হবে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টায় বন্ধ করতে হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী সেই গণবিজ্ঞপ্তির ফার্মেসি বন্ধের অংশকে বাতিল ঘোষণা করলেন।

Leave A Reply

Your email address will not be published.