রাউজান কদলপুরে উদ্বোধন হল ১০ শয‍্যাবিশিষ্ট মা ও শিশু  কল‍্যাণ কেন্দ্র

ভোটের মাধ‍্যমে জনগন সেবা পেতে হবে, ভোট যাকে দিলেই সেবা পাবেন তাকেই দিবেন --ফজলে করিম এম.পি

0 138

চট্টগ্রাম রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নে নব-নির্মিত ১০ শয‍্যাবিশিষ্ট মা ও শিশু কল‍্যাণ কেন্দ্র শুভ উদ্বোধন উপলক্ষে রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে কদলপুর ইউনিয়ন পরিষদের ব‍্যবস্থাপনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। বিষ্য়টি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।

এতে প্রধান অতিথি থেকে উক্ত কল‍্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।

এসময় তিনি বলেন, ভোট আসবে ভোট যাবে এটাই স্বাভাবিক, তবে একটা কথা মনে রাখতে হবে যাকে ভোট দিলে আপনি সেবা পাবেন তাকেই ভোট দিবেন।

ইউপি চেয়ারম্যান নিজাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্যের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার উপ পরিচালক সুব্রত কুমার চৌধুরী,  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নূর আলম দ্বীন, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরী।

এসময় অন‍্যন‍্যাদের মধ‍্যে আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাবুদ্দীন আরিফ, বি এম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্য সেবিকাবৃন্দ, বিভিন্ন শ্রেনীপেশার ব‍্যক্তিবর্গ সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.